নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি ২০১৯ সালের অক্টোবরে। প্রথম আসরের আয়োজকের দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। যেটি চলতি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে টুর্নামেন্ট স্থগিত হয়েছিল। আইসিসির সর্বশেষ সভায় টুর্নামেন্টের নতুন সূচি হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসর।
গতকাল এ তথ্য জানিয়েছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা হোস্ট হতে যাচ্ছি যেটা (নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) এই মাসে হওয়ার কথা ছিল, করোনা মহামারির কারণে হয়নি। এই বছর আমরা শেষের দিকে ডিসেম্বরে সেটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে।’