ভিন ধর্মে বিয়ে ঠেকাতে বিভিন্ন রাজ্যে ‘ধর্মের স্বাধীনতা আইন এনে’ দেশ জুড়ে বিতর্ক তৈরি করেছে বিজেপি। বিরোধী রাজনৈতিক দল এবং ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী সব মানুষ ওই আইনের বিরুদ্ধে সরব হয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যেও যে তাদের ওই আইন কার্যকর করার পরিকল্পনা রয়েছে, বৃহস্পতিবার তা স্পষ্ট করে দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এ রাজ্যে বিধানসভা নির্বাচনে জেতার লক্ষ্যে কেন্দ্র এবং অন্য রাজ্য মিলিয়ে আট মন্ত্রীকে ময়দানে নামিয়েছে বিজেপি।
তাঁদেরই অন্যতম নরোত্তম এ দিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সাংবাদিকদের সামনে বলেন, ‘‘বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে আমি চাইব, মধ্যপ্রদেশের মতো এ রাজ্যেও ‘ধার্মিক স্বতন্ত্রতা আইন’ (ধর্মের স্বাধীনতা আইন) ও ‘গো সংরক্ষক আইন’ লাগু হোক। আপনারা যাকে ‘লাভ জেহাদ’ বলেন, তা কোনও ভাবেই চলতে দেওয়া যাবে না।’’