২৫০ বছর আগের ঢাকা এবং এই শহরের রাজনীতির প্রায় পুরোটাই উঠে আসবে পর্দায়। ঢাকাকেন্দ্রিক এমন ইতিহাসনির্ভর কাজ এর আগে টিভি বা চলচ্চিত্রে হয়নি। যেটি এবার করে দেখাচ্ছেন নাট্যকার-অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদ। তার কলমে এবার উঠে আসবে ঢাকার অষ্টাদশ শতাব্দীর ইতিহাস।
আর সেই ইতিহাস দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য দীর্ঘ ধারাবাহিক ‘জিন্দাবাহার’। এটি প্রযোজনা ও পরিচালনায় রয়েছেন ফজলে আজিম জুয়েল। ইতোমধ্যে প্রথম লটের শুটিংও শেষ হয়েছে। শিগগিরই বিটিভিতে প্রচার শুরু হবে নাটকটি।