সুপ্রিম কোর্টে ২০১৪ সালের ২৯ ডিসেম্বর বহিরাগতদের হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনের) ভবনের সমানে এ সভা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন বলেন, এই সরকার জনগণকে বিশ্বাস করে না। তারা ভোটকে ভয় পায়, গণতন্ত্রকে ভয় পায়। এই সরকার ভোট বিহীন সরকার। আমরা জনগণ চাই না এই সরকার ক্ষমতায় থাকুক।