পাবনা পৌর নির্বাচন: আ.লীগের মেয়র প্রার্থীকে মানতে পারছে না দলের একাংশ
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ২০:২২
পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে দলটির নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে মেনে নিতে পারছেন না মনোনয়নবঞ্চিত নেতারাসহ অনেকে। তাঁরা আজ মঙ্গলবার দুপুরে শহরের আবদুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সমাবেশে সভাপতির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘দলীয় মনোনয়নে প্রভাবশালীদের হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’