কবিতায় আছে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। এখন ফাল্গুন মাস নয়, অগ্রহায়ণ মাস থেকেই বাজারে পাওয়া যাচ্ছে আগাম টক কুল। আর আগাম জাতের এই টক স্বাদের কুল বরই আবাদ করে লাভবান হয়েছেন শিক্ষিত যুবক ও কৃষি উদ্যোক্তা শেখ রাসেল আহম্মেদ। তাঁর জমিতে উৎপাদিত হওয়া আগাম জাতের টক কুল যাচ্ছে ঢাকাসহ সারা দেশে।
গত নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই তিনি কুল বিক্রি শুরু করেছেন। নভেম্বর ও ডিসেম্বর মাস মিলে তিনি প্রায় লাখ টাকার টক কুল বিক্রি করেছেন। সর্বপ্রথম তিনি ১৮০ টাকা দরে এই টক কুল ঢাকার যাত্রাবাড়ী বাজারে বিক্রি করেন।