চট্রগ্রামের হাটহাজারী উপজেলার রমেন্দ্র পালিত (৬৫) হত্যা মামলার বাদী ছিলেন তার মেয়ের জামাই বিপ্লব খাস্তগীর। কিন্তু সম্প্রতি তিনি এ মামলার প্রধান আসামির জামিন চেয়ে আদালতে আপসনামা দাখিল করেন। এ ঘটনায় উষ্মা প্রকাশ করে বিপ্লব খাস্তগীরের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই মামলার প্রধান আসামি মো. ফোরকানের জামিন শুনানিতে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার (৩ ডিসেম্বর) এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। অন্যদিকে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন মো. রুহুল আমিন।