সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করা সংসদীয় কমিটির অন্যতম কাজ। এর মাধ্যমে নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করারও সুযোগ রয়েছে। সংসদীয় কমিটি ও সংসদের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন নিজাম উদ্দিন আহমদ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংসদের (পার্লামেন্ট) কার্যক্রম নিয়ে তাঁর বই রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের সাবেক এই অধ্যাপক মনে করেন, বর্তমান বাস্তবতায় সংসদীয় কমিটি অনেকটা ‘দন্তবিহীন বাঘ’। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অব রিপোর্টিং ইমাম হোসেন সাঈদ।