ময়লা ফেলা নিয়ে তর্ক-বিতর্কের জেরে রাজধানীর শান্তিবাগে নিজ বাসার নিচে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক আমজাদ হোসেন (৪৪)। শনিবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আমজাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় বাড়ির নিচতলায় একটি অফিসে বসে অন্যদের সঙ্গে আলাপ করছিলাম। এসময়, সেখানে উপস্থিত আমাদের প্রতিবেশী হাফিজুর রহমান হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন। হাফিজকে শান্ত করার চেষ্টা করলে, সে তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে আমার ডান কানের ওপরে আঘাত করে।