পাকিস্তান অধিনায়ক বললেন, 'ওয়াগনার একটা পাগল'!

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

বল হাতে ছুটে চলা নিল ওয়াগনার ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন। মাঠে তার হার না মানা পারফর্মেন্সের মতোই তার স্বভাবটাও অপ্রিতরোধ্য। পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের জয়ে বড় অবদান রেখেছেন। অবিশ্বাস্য হলেও সত্য যে, পায়ের দুই আঙুলে চিড় নিয়ে তিনি ৪৯ ওভার বোলিং করেছেন! ব্যথানাশক ইনজেকশন নিলেও শেষ পর্যন্ত তাকে চোটের কাছে হার মানতে হয়েছে। কিন্তু প্রতিপক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের চোখে তিনি একটা 'পাগল'।

ম্যাচের প্রথম দিনেই ব্যাটিংয়ের সময় ডান পায়ের আঙুলে আঘাত পান ওয়াগনার। ব্যথা নিয়েই সেদিন ৩ ওভার বোলিং করেন। পরে এক্স-রে করিয়ে পায়ের দুই আঙুলে চিড় ধরা পড়ে। ওই চোট নিয়েই ওই ইনিংসে আরও ১৮ ওভার বোলিং করেন তিনি। উইকেট নেন ২টি। দ্বিতীয় ইনিংসে বল করেন আরও ২৮ ওভার। যথারীতি লম্বা স্পেলে ব্যাটসম্যানের শরীর তাক করে একের পর এক বাউন্সার ছুড়ে যান। এবারও শিকার ২ উইকেট। তবে এখন তাকে মাঠের বাইরে থাকতে হবে ৬ সপ্তাহ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us