একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৮ জানুয়ারি। বুধবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেন।
আগামী ১৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। অধিবেশন শুরুর আগে বিকেলে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হয়ে থাকে। তবে করোনা পরিস্থিতির কারণে বিগত কয়েকটি অধিবেশন বৈঠকটি হয়নি। শীতকালে শুরু হওয়ায় অধিবেশনটিকে শীতকালীন অধিবেশন বলা হয়ে থাকে।