ভারতের পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হবে। মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমন দাবি তুলে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে বিজেপিসহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো, ঠিক সেসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন ও আকর্ষণীয় নেতৃত্বগুণ নিয়ে ‘পিএইচডি’ ডিগ্রি অর্জন করলেন বর্ধমানের কৃষক পরিবারের ছেলে রেজাউল ইসলাম মোল্লা।
রিসার্চের থিসিস পেপার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গসহ সারা দেশের মানুষের কাছে তার গবেষণার বিস্তারিত তুলে ধরার উদ্যোগ নিয়েছেন রেজাউল। তার রিসার্চের বিষয়বস্তু আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই মাইলেজ পাইয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।