স্থানীয় সরকার বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে দেশের সব উপজেলায় আইসিটি অবকাঠামো নির্মাণ করবে সরকার। আজ রোববার স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ে দুই বিভাগের মধ্যে এ–সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
দেশের সব উপজেলা পরিষদে নবনির্মিত কমপ্লেক্স ভবন সম্প্রসারণ করে পঞ্চম বা ষষ্ঠ তলায় চার হাজার বর্গফুট ফ্লোর এরিয়া ব্যবহার করে আইসিটি অবকাঠামো নির্মাণ করা হবে। দেশের সব উপজেলায় নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্সে আইসিটি অবকাঠামো নির্মাণে ‘স্ট্যাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি’ প্রকল্প চালু করা হয়েছে।