নতুন অধিবেশন, দিন ঘোষণা নেপালে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০৫:২২

পার্লামেন্ট ভেঙে দেওয়ার এক সপ্তাহের মাথায় আজ, শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলির নয়া অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করলেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। নতুন বছরের প্রথম দিনেই ওই অধিবেশন বসবে বলে তিনি জানিয়েছেন।

নেপালে গভীর রাজনৈতিক সঙ্কটের মধ্যে হাওয়া বুঝতে গোড়া থেকেই তৎপর চিন। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে এবং শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির ভাঙন রুখতে চার সদস্যের একটি দলকে কাঠমান্ডুতে পাঠাচ্ছে তারা। নেপালের একটি সংবাদপত্রের দাবি, রবিবার চিনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক দফতরের ভাইস-মিনিস্টার কুয়ো ইয়েচোউয়ের নেতৃত্বে দলটির কাঠমান্ডুতে পৌঁছনোর কথা। নেপালের উপরে নিজেদের কর্তৃত্ব কায়েম রাখতেই চিনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও কাঠমান্ডুর চিনা দূতাবাস এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us