গুপকর গ্যাং ও কাশ্মিরি গণতন্ত্রের নব অধ্যায়

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১৪:৩০

সম্ভবত এই প্রথম কোনো ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে দুই যুযুধান শিবিরই নিজেদের জয়ী ঘোষণা করল। প্রায় এক মাস ধরে চলা জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের (ডিডিসি) ভোটের ফল বেরোনোর সঙ্গে সঙ্গে বিজেপি এবং পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন (পিএজিডি) দাবি জানাল, জিত তাদের। জনমত তাদেরই দিকে। এমন ঘটনা অতীতে কখনো ঘটেনি।
প্রায় দেড় বছর আগে, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর দ্বিখণ্ডিত হয়। গঠিত হয় দুই কেন্দ্র শাসিত অঞ্চল। একটি জম্মু-কাশ্মীর, অন্যটি লাদাখ। একই সঙ্গে বাতিল করে দেওয়া হয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যা ওই অখণ্ড রাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছিল। সেদিন থেকেই শুরু ব্যাপক ধরপাকড়। বড়, মেজো ও সেজো মাপের কয়েকশ নেতাকে গৃহবন্দী করা হয়। জারি হয় জনজীবন স্তব্ধ করে দেওয়ার মতো সব ধরনের নিষেধাজ্ঞা। প্রায় দেড় বছরের মাথায় সিদ্ধান্ত নেওয়া হলো জেলা উন্নয়ন পর্ষদের ভোট গ্রহণের। উদ্দেশ্য দ্বিমুখী। গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি ও তৃণমূল স্তরের উন্নয়ন প্রকল্প চালু করা। প্রায় চার সপ্তাহ ধরে আট দফায় অনুষ্ঠিত সেই ভোটের ফলে দেখা গেল, জম্মু বিভাগে বিজেপি তার আধিপত্য কিছুটা খুইয়েও অনেকটা বজায় রাখতে পেরেছে, কাশ্মীর উপত্যকার দখল নিয়েছে পিএজিডি জোট। এই প্রথম উপত্যকায় বিজেপি তার পদচিহ্ন রাখল ৩টি আসন জিতে, যার একটি শ্রীনগরে, জয় যদিও মাত্র ১৪ ভোটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us