ঘুরে দাঁড়ানোর আশায় জয়পুরহাট চিনিকলে মাড়াই শুরু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১৩:৪৫

বিপুল লোকসানের ভারে নুয়ে পড়া জয়পুরহাট চিনিকলটি লাভজনক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ হওয়া গাইবান্ধার মহিমাগঞ্জ, রংপুরের শ্যমপুর ও জয়পুরহাট চিনিকল এলাকার মোট ১ লাখ ৬২ হাজার মেট্রিক টন আখ নিয়ে এ বছর এ চিনিকলের ৫৮তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে।

এ প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুঁজতে লোকসানে ধুকতে থাকা দেশের বৃহত্তম চিনিকলের সাথে সংশ্লিষ্ট চাষিসহ সাবেক ও বর্তমান কর্মীরা জানিয়েছেন তাদের ভাবনা।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর জানান, এবার বন্ধ হওয়া রংপুরের শ্যামপুর চিনিকলের ৫০ হাজার মেট্রিক টন, গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকলের ৫২ হাজার মেট্রিক টন এবং নিজস্ব ৬০ হাজার মেট্রিক টন আখসহ জয়পুরহাট চিনিকলে চলতি মৌসুমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার মেট্রিকটন। এ থেকে উৎপাদন হবে ১০ হাজার ৬৯২ মেট্রিক টন চিনি।

তিনি বলেন, এবার চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৬ দশমিক ৬০ ভাগ। মিলগেটে এবারও প্রতি কুইন্টাল আখ ৩৫০ টাকা এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৩৪৩ টাকা দরে আখ কেনা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us