সবাইকে কাঁদিয়ে গত ২৪ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডিন জোন্স। তার মৃত্যুর তিন মাস পর অভিনব উপায়ে শ্রদ্ধা জ্ঞাপন করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মেলবোর্নে বক্সিং ডে মুখোমুখি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। লাঞ্চ বিরতির সময় উইকেটে গিয়ে স্ট্যাম্পের ওপর জোন্সের ব্যাগি গ্রিন অর্থাৎ টেস্ট ক্যাপ রাখা হয়। এছাড়া স্ট্যাম্পের সঙ্গে রাখা হয় তার ব্যাট।
এসময় জোন্সের স্ত্রী ও কন্যারা গিয়ে সেখানে চিঠি ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পালন করেন নীরবতা। নিজ দেশের কিংবদন্তিকে এর চেয়ে ভালো উপায়ে হয়তো শ্রদ্ধা জানানো যেতো না। বলা যায় শ্রদ্ধা প্রদর্শনের অনন্য নিদর্শন স্থাপন করলো সিএ।