আমিরের ঘটনায় খেপেছেন ইনজামাম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১১:২১

হঠাৎ অবসরে মোহাম্মদ আমির, সেটাও আবার টিম ম্যানেজম্যান্টের ওপর রাগ করে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই পেসারের এমনভাবে অবসরে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না দলটির সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম উল হক।

গত ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণা দেন আমির। কারণ হিসেবে উল্লেখ করেন, বর্তমান পাকিস্তান টিম ম্যানেজম্যান্টের নানা ধরনের মানসিক চাপ তিনি নিতে পারছিলেন না।

কিন্তু মানসিক নির্যাতনের দোহাই দিয়ে আমিরের মতো একজন খেলোয়াড় কেন সরে যাবেন? পাকিস্তানের ক্রিকেটে এমন ঘটনা খুবই দৃষ্টিকটু এবং ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে মনে করছেন ইনজামাম।

‘ক্রিকেট পাকিস্তানে’র সঙ্গে আলাপে ইনজামাম বলেন, ‘আমির একজন ভালো খেলোয়াড়, তার অনুপস্থিতি দলকে ভোগাবে। যদিও আমাদের আরও বোলার আছে, যারা ভালো করছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট এমন ঘটনা ঘটা উচিত নয়। পাকিস্তান ক্রিকেটকে সেবা দেয়ার পর একজন ক্রিকেটার এভাবে সরে যেতে পারেন না। এটা ভালো দেখায় না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us