জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে এখনও তার জন্য রোজা রাখেন। আয়োজন করেন দোয়া মাহফিলের। জাতীয় শোক দিবসে দেন কোরবানি। আপ্যায়ন করেন দলীয় নেতাকর্মীদের।
তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের আব্দুল মান্নান মিয়া। জাতির পিতার প্রতি ভালোবাসা থেকেই নিজ বাড়ির একাংশে তৈরি করেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার। আর স্মৃতি জাদুঘরটি সরকারের কাছে হস্তান্তর করা।
কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশেই আব্দুল মান্নানের বাড়ি। তার বাড়িতে গিয়ে দেখা গেছে, কয়েকটি টিন শেডের ঝড়াজীর্ণ ঘর। প্রতিটি ঘরের কাঁচা ভিটি। বাড়ির একাংশে একটি ছোটঘর। ঘরের সামনে লেখা বঙ্গবন্ধু জাদুঘর। সেখানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি। বিভিন্ন ঘটনায় আহত আওয়ামী লীগের নেতাকর্মীদের ছবি। আছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী, কারাগারের রোজ নামচাসহ বিভিন্ন বই। বিভিন্ন এলাকা থেকে লোকজন প্রায়ই তার জাদুঘরটি দেখতে আসেন। প্রতি বছর ১৬ ডিসেম্বর, ১৫ আগস্ট, ২৬ মার্চ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বঙ্গবন্ধু প্রেমী আব্দুল মান্নান।