বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে : স্পিকার

সংবাদ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ২০:৩০

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে এবং উন্নয়নের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সচেষ্ট থাকতে হবে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দূরদৃষ্টিসম্পন্ন বঙ্গবন্ধু ১৯৪৮ সালেই বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার চেতনা থেকে ছাত্রলীগ গঠন করেছিলেন। আপসহীন বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা সংগ্রামের প্রতিটি স্তরেই ছাত্রলীগের অবদান অনস্বীকার্য। এই ঐতিহ্যবাহী গৌরবোজ্জ্বল সংগঠন ছাত্রলীগ আদর্শ ও প্রত্যাশার স্থল। মুজিববর্ষে ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর প্রাক্কালে পীরগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠিত হতে যাচ্ছে। এই ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে মুজিব আদর্শের পতাকা নিয়ে এবং সচেষ্ট থাকতে হবে উন্নয়নের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। স্পিকার বলেন, ছাত্রলীগ কারো তল্পীবাহক হবে না। ঐতিহ্যবাহী ছাত্রলীগ গৌরবগাথা ইতিহাসকে সমুন্নত রাখতে শিক্ষা ও জ্ঞাননির্ভর কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে। শিক্ষা, শান্তি ও প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে ছাত্রলীগ রচনা করবে গৌরবময় নতুন ইতিহাস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us