দেশেই মোবাইলের সার্কিট উৎপাদন করছে সিম্ফনি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১৫:০৭

দেশেই মোবাইলের প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবিএ) উৎপাদন করছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি। সাভারের আশুলিয়ার আউকপাড়ায় প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় এরইমধ্যে শুরু হয়েছে পিসিবিএ’র পরীক্ষামূলক উৎপাদন। প্রাথমিক পর্যায়ে এ কারখানা থেকে প্রতি মাসে দুই লাখ পিসিবিএ উৎপাদন ও দুই হাজার মানুষের কর্মসংস্থান পরিকল্পনা করেছে সিম্ফনি।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রায় ৬৭ হাজার বর্গফুট জায়গায় নির্মাণ করা হচ্ছে কারখানাটি। এটি এ প্রতিষ্ঠানের দ্বিতীয় কারখানা। এ কারখানা থেকেই পিসিবিএ উৎপাদন করবে সিম্ফনি। এ কারখানায় পিসিবিএ’র পাশাপাশি মোবাইল, ডিসপ্লে, চার্জার, হেডফোন, ডেটা কেবলসহ অন্যান্য অ্যাক্সেসরিজ উৎপাদন করা হবে।

সিম্ফনি মোবাইলের এমডি জাকারিয়া শাহীদ বলেন, প্রথম থেকেই দেশে মোবাইল উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিম্ফনি। এ লক্ষ্যে কালক্ষেপণ না করেই প্রথম কারখানা উদ্বোধনের পর পর দ্বিতীয় কারখানা তৈরির কাজে হাত দেয় সিম্ফনি। এর সফলতা হিসেবে দুই বছরের মধ্যেই আমরা দ্বিতীয় দফা উৎপাদন করতে পেরেছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us