সখিপুরে বনবিভাগ কর্তৃক ১১টি অবৈধ করাতকল উচ্ছেদ

ইনকিলাব প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১২:৫৭

টাঙ্গাইলের সখিপুরে সংরক্ষিত বনাঞ্চলের ভিতর অবৈধভাবে স্থাপিত প্রায় দেড়শত করাতকলের মধ্যে বুধবার(২৩ডিসেম্বর) সারাদিন বনবিভাগের লোকজন ১১টি অবৈধ করাতকল উচ্ছেদ করে নিয়মিত মামলা দায়ের করেছে। উচ্ছেদকৃত করাতকলগুলো হলো- বহেড়াতৈল রেঞ্জের কাকড়াজান(মরিচা) বিটে ৫টি,ডিবি গজারিয়া(কৈয়ামধু)বিটে ৪টি, কচুয়া বিটে ১টি,বাঁশতৈল রেঞ্জের নলুয়া বিটে ১টি উচ্ছেদ করা হয়।

টাঙ্গাইল ডিভিশনের সহকারি বনসংরক্ষক(এসিএফ) জামাল উদ্দিন তালুকদার এর নেতৃত্বে বিভিন্ন বিটের বিট কর্মকর্তা,বনপ্রহরীসহ শতাধিক বনবিভাগের কর্মকর্তা/কর্মচারী উচ্ছেদ কার্যক্রমে অংশগ্রহন করে। এসিএফ জামাল উদ্দিন তালুকদার বলেন,অবৈধ করাতকল উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে এবং জবর-দখলকৃত বনবিভাগের জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us