সীমান্তে আটকা ৫০০০ লরি, ৮০ টন খাদ্য নিয়ে ব্রিটেনের পথে জার্মান উড়োজাহাজ

বণিক বার্তা প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২১:০৩

একদিকে করোনাভাইরাসের নতুন রূপ নিয়ে গোটা ইউরোপ আতঙ্কে, অন্যদিকে ব্রেক্সিট ট্রানজিশন নিয়ে অচলাবস্থা। দুই সঙ্কট ব্রিটেনকে প্রায় বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে। করোনা আতঙ্কে ফ্রান্স সীমান্ত বন্ধ করে দেয়ায় আটকা পড়েছে ৫ হাজারের বেশি পণ্যবাহী ট্রাক-লরি। যেখানে বড় দিনের মৌসুমে এই সীমান্ত দিয়ে দৈনিক ১০ হাজার ট্রাক-লরি যাতায়াত করে।

এই পরিস্থিতিতে ব্রিটেনের খাদ্যসঙ্কটের আতঙ্ক জেঁকে বসেছে। এমন অবস্থা দেখে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জার্মান এয়ারলাইন লুফথানসা। জার্মানি থেকে লুফথানসা এয়ারলাইনের কার্গোবিমানে করে এরই মধ্যে পাঠানো হয়েছে ৮০ টন খাদ্যদ্রব্য। লুফথানসার কার্গোতে আসা ফল ও শাকসবজি যুক্তরাজ্যের সুপার মার্কেটের তাকগুলো আবার পূর্ণ করবে আশা করা হচ্ছে।

জার্মান এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কার্গোটি লেটুস, ফুলকপি, ব্রকোলি, স্ট্রবেরি এবং লেবুজাতীয় ফল বহন করছে। চাহিদা মেটাতে অতিরিক্ত বিশেষ কার্গোবিমান চালানোর বিষয়টিও তারা বিবেচনা করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us