হাসপাতালের কোয়াটারে চেম্বার বানিয়ে সেখানে রোগী দেখার পাশাপাশি সরকারি ওষুধ ব্যবহার করে সেখানে ছোট খাটো অস্ত্রপচার করা হচ্ছে। তাতে রোগী প্রতি হাজার হাজার টাকা আদায় করছেন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) ডা: মোহাম্মদ মহীউদ্দিন।
সরেজমিনে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকদের আবাসিক ভবন নামে পরিচিত রজনীগন্ধা কোয়াটারের দ্বিতীয় তলার ১২ নং বাসায় গিয়ে দেখা গেছে, পুরো ইউনিটে জুড়ে স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) মোহাম্মদ মহীউদ্দিন বসবাস করছেন। এরমধ্যে একরুমে রোগীদের বসার স্থান ও এক রুমে রোগী দেখার চেম্বার করেছেন তিনি। আর সেই চেম্বারেই তিনি অসুস্থ রোগীদের ছোট খাটো অস্ত্রপ্রচার করছেন। অস্ত্রপচারের জন্য ব্যবহৃত সকল ধরনের ওষুধ হাসপাতাল থেকে নেয়া হয়েছে।