পাকিস্তানের চোটাক্রান্ত খেলোয়াড়দের তালিকাটা আরও লম্বা হলো। বাবর আজম, ইমাম-উল-হকের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন শাদাব খানও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বুধবারের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ঊরুর চোটে ভুগছেন শাদাব। তার জায়গায় বাঁহাতি স্পিনার জাফর গোহারকে দলে নিয়েছে সফরকারীরা।
২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক পথচলা শুরু হয়েছিল জাফরের। শারজাহতে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পর আর পাকিস্তানের হয়ে খেলা হয়নি তার।
দেশটির ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফির ২০১৯-২০ মৌসুমে জাফর দুর্দান্ত বোলিং করেছেন। ৩৮ উইকেট নিয়ে হয়েছেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ইনিংসে পাঁচবার চারটি করে ও একবার পাঁচ উইকেট নেন। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ১৪৪টি।