ব্যস্ত জীবনে আমরা বলতে গেলে কম সময়ে কাজ করার উপায় খুঁজি। তবে সব সময় এটি কাজে লাগানো যায় না। আর ফ্রিজ পরিষ্কার করার কথা মনে হলেই দুশ্চিন্তা শুরু হয়ে যায়। সারা সপ্তাহের বাজার স্টোর করা থাকে ঠান্ডাঘরে। আর অনেকদিন ফ্রিজ পরিষ্কার না করলে দুর্গন্ধ আসবে, জীবাণু ছড়াবে।
তাই ফ্রিজ পরিষ্কার রাখতেই হবে। ফ্রিজ পরিষ্কার করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়! কিছু সহজ টিপস মেনে চললে ফ্রিজের নোংরা সহজেই পরিষ্কার করা যায়। চলুন জেনে নেয়া যাক ফ্রিজ পরিষ্কার করার সহজ কিছু কৌশল- প্রথমে ফ্রিজ পরিষ্কার করার আগে প্লাগ খুলে রাখুন। দেখে নেবেন যাতে কোনো ভাবেই বিদ্যুৎ সংযোগ না থাকে।