নির্বাচনের দাবিতে আগামী ২৮ ডিসেম্বর যশোরের ১৮টি রুটে পরিবহন ধর্মঘট পালন করবেন শ্রমিকরা। পরবর্তীতে নির্বাচনের ওপর প্রশাসনের স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের মনিহার চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নির্বাচন বাস্তবায়ন সংগ্রাম কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যশোরেও জাতীয় সংসদের উপনির্বাচন ও সদর উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে। শ্রমিকদেরও বিভিন্ন জেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অথচ জেলা প্রশাসক যশোরের শ্রমিকদের নির্বাচন করতে দিচ্ছেন না। এতে পরিবহন শ্রমিকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। যশোরের জেলা প্রশাসক পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।