সকালে ঘুম থেকে উঠেই গলাব্যথা? কথা বলতে কষ্ট? জানুন কারণ ও প্রতিকার

এইসময় (ভারত) প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১৩:৫৪

বেশ কয়েকদিন ধরেই জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। অনেক জেলাতে রয়েছে শৈতপ্রবাহের সতর্কতা। আর শীত বাড়তেই সকালে উঠে আচমকা গলাব্যথা অনুভব করছেন অনেকেই। গলা চুলকোচ্ছে, ঢোক গিলতে গেলে কষ্ট, গলা শুকিয়ে যাওয়া এরকম আরও নানা সমস্যা রয়েছে। এমনকী গলায় ব্যথার জন্য বেশ কিছুক্ষণ ভালোভাবে কথাও বলা যাচ্ছে না। এমন সমস্যা দেখলে অনেকেই প্রথমে ভয় পেয়ে যান। কারণ করোনার দাপট বাড়ছে। আর করোনার লক্ষণের মধ্যে রয়েছে গলাব্যথার মতো এই সমস্যাও। চিন্তার কিছু নেই।

এই ব্যথা কিন্তু টনলিসের। টনসিলজনিত সমস্যা যাঁদের থাকে, এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাঁদের। তবে এরকম সমস্যা হলে নিজেকে একটু সাবধানে থাকতে হবে। বারেবারে গরম জল খেতে হবে। ঠান্ডা জল একেবারেই খাওয়া চলবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধও খেতে হবে। কী কী কারণে গলার এই সমস্যা হয় জানুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us