বাংলার রণকৌশল সাজাতে এই সপ্তাহেই বৈঠকে মোদী-শাহ

এইসময় (ভারত) প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১১:২৫

বিধানসভার মহারণে বাংলা-বিজয়ের লক্ষ্যে চলতি সপ্তাহেই বিশেষ পর্যালোচনা বৈঠকে বসতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং৷ থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডারা, যাঁরা দু'জনেই সদ্য বাংলা ঘুরে গিয়ে রিপোর্টে দেবেন মোদীকে। পশ্চিমবঙ্গে ভোটের চূড়ান্ত রণকৌশল সাজানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই বৈঠক।

জানুয়ারি থেকেই বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে দফায় দফায় রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ কী ভাবে লোক আনা হবে নরেন্দ্র মোদীর জনসভাগুলিতে, রাজ্যের কোন কোন এলাকায় প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করালে সব থেকে বেশি লাভবান হতে পারে দল, তা নিয়ে বেশ কিছু দিন ধরেই বিজেপির অন্দরে আলোচনা চলছে৷ এই নির্বাচনের গুরুত্ব মাথায় রেখে দ্রুততার সঙ্গেই যে প্রধানমন্ত্রীর সফরসূচি প্রণয়ন করা প্রয়োজন, তা জানেন বিজেপির প্রথম সারির নেতারা৷ বাংলার সফরসূচি নিয়ে প্রধানমন্ত্রী নিজে কী ভাবছেন, বৈঠকে তা তাঁর কাছেই জেনে নিতে পারেন দলের শীর্ষ নেতৃত্ব৷ পাশাপাশি, তৈরি করা হতে পারে বাকি হেভিওয়েট বিজেপি নেতাদের রাজ্য সফরের সূচিও৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us