শীতের ট্রেন্ড

ইত্তেফাক প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯

ফ্যাশন তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যদি তাতে সমকালীন রুচির প্রকাশ ঘটে। একারণেই দেশি ব্র্যান্ডগুলো পাশ্চাত্য ট্রেন্ড অনুসরণ করে শীতের জন্য আভিজাত্যের মিশেলে তৈরি করেছে ফেস্টিভ, ফরমাল এবং স্ট্রিট বা বিজনেস ক্যাজুয়াল ফ্যাশন আউটফিট।

দুনিয়াজুড়ে ফ্যাশন হাউজের দিকপালরা মাথা নষ্ট করা উইন্টার কালেকশন ২০২০/২১ নিয়ে প্রস্তুত। এদেশে শীত পড়ে কম, তাই বলে শীতপোশাকের বাহারে কমতি নেই। কম ঠাণ্ডায় পরার উপযোগী করেই বানানো হচ্ছে এ সময়ের শীতের পোশাক। পাশ্চাত্য ফ্যাশনের প্রভাব এখানে সবসময়। পাশ্চাত্য ফ্যাশন ট্রেন্ডে মেয়েদের জন্য ফোকাস ইন রেট্রো স্টাইল। পঞ্চাশ আর আশি দশকের জ্যাকেট, স্যুট, টপসের ফেমেনিন স্টাইলকে মর্ডানাইজ করা হয়েছে। স্লিক স্কার্ট বা টপসের বেশির ভাগ জুড়ে মেটালিক ডিটেইলস। পাঙ্ক আর রক এর অনুপ্রেরণা। অ্যাবস্ট্র্যাক্ট অ্যাপ্রোচে মোটিফ, প্যার্টানের লাইন, স্ট্রাইপের উপস্থাপনার মুনশিয়ানা নজর কাড়ে। কমফি আর কুল বটম স্টাইল ইন। এটা খুব ক্রিয়েটিভ আর ইনভেটিভ অপসান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us