নয়া দল প্রতিষ্ঠার আগেই তদন্ত কমিশনে হাজিরা দিতে হবে রজনীকান্তকে
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ২২:০১
তুতিকোরিনে হিংসাত্মক ঘটনার তদন্তে গঠিত বিচারবিভাগীয় কমিশন ডেকে পাঠাল দক্ষিণীসুপারস্টার রজনীকান্তকে। আগামী ১৯ জানুয়ারি তাঁকে কমিশনে হাজিরা দিতে হবে।
জানুয়ারি মাসেই তাঁর নয়া দল প্রতিষ্ঠা পাবে বলে জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু তার আগেই আইনি জটে পড়েছেন অভিনেতা।অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীসন এই কমিশনের নেতৃত্বে আছেন।