You have reached your daily news limit

Please log in to continue


বেবি তরমুজে আগ্রহ চাষিদের

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া গ্রামের বর্গাচাষি শাহজল ভাওয়াল ২০ শতাংশ জমিতে সবজি চাষ করে সংসার চালাতেন। এবার সবজির সঙ্গে বারোমাসি ফল বেবি তরমুজের চাষ শুরু করেছেন তিনি। তাঁর তরমুজের খেত দেখতে আসেন আশপাশের বিভিন্ন গ্রামের চাষিরা। এ সময় তাঁরা শাহজলের কাছ থেকে লাভের কথা শুনে নিজেরাও বেবি তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করেন। ভোলার বাজারে প্রথম যখন বেবি তরমুজ ওঠে, তখন তা ১৫০ টাকা কেজি বিক্রি হয়। এখন অবশ্য বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি। তবে শহরের শপিং মলে বিক্রি হলে দাম আরও বেশি হতো বলে মনে করেন স্থানীয় ক্রেতা-বিক্রেতারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন