এবার তুর্কি কূটনীতিককে আটক করল গ্রিস; উত্তেজনা চরমে

ইনকিলাব প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত তুরস্কের একজন কূটনীতিককে আটকের তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) গ্রিসের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, গ্রিসের কর্মকর্তারা তুর্কি কূটনীতিক সালাহউদ্দিন বাইরামের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন।

গ্রিসের ‘রুদাস’ দ্বীপে ইরানি কনস্যুলেটের কর্মী ‘সালাহউদ্দিন বাইরাম’ সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তোলার অপরাধে আটক হন।

তুরস্ক থেকে হাজার হাজার অভিবাসীর গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খননকাজ নিয়ে প্রতিবেশী দু’দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র বাদানুবাদ চলছিল। এছাড়া, তুরস্ক ও গ্রিস পরস্পরকে একে অপরের আকাশ ও সমুদ্রসীমা লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us