সব সময় হাই ওঠে? সাবধান, হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে!
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১৩:৪৬
হার্ট অ্যাটাক। কথাটা শুনলেও সবার বুক ভয়ে কেঁপে ওঠে। খুবই গুরুতর এই মেডিক্যাল এমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো প্রয়োজন। হার্ট অ্যাটাক হলে হার্টের যাওয়া রক্তের প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এর ফলে ঠিকমতো অক্সিজেন পৌঁছয় না এবং হার্টের মাসলগুলো এক এক করে মরে যেতে শুরু করে। সঙ্গে সঙ্গে চিকিত্সা হলে হার্ট অ্যাটাক হওয়ার পরেও রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে।
সমস্যা হল কোনও কোনও ক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে তার লক্ষণে স্পষ্ট বোঝা যায়। বুকে ব্যাথা এবং মাটিতে পড়ে যাওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ বলে আমরা সবাই জানি। বিভিন্ন সিনেমায় আমরা দেখেছি যে হার্ট অ্যাটাক হলেই বুক চেপে ধরে মাটিতে পড়ে যেতে।