পাঠ্যপুস্তকের কাগজের মান

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১১:০৭

আসন্ন নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন শিক্ষার্থীর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) মোট ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩৯৪টি পাঠ্যবই ছাপাতে হবে। ছাপার কাজটি এনসিটিবি নিজে করে না, দরপত্র আহ্বানের মাধ্যমে প্রতিযোগিতামূলক দরে বিভিন্ন বেসরকারি মুদ্রণ প্রতিষ্ঠানকে এ কাজ দিয়ে থাকে। এ বছরও তারা সেই কাজ বিলিবণ্টন করে দিয়েছে। এখন তাদের ছাপা বই বুঝে নেওয়া বাকি।

ইতিমধ্যে ডিসেম্বর মাসের অর্ধেক পেরিয়ে গেছে। জানুয়ারির ১ তারিখের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে হবে। কিন্তু খবর বেরিয়েছে, নিম্নমানের কাগজে বই ছাপানোর কারণে ৬ লাখের বেশি বই এনসিটিবি ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। বই ছাপানোর কাজ পেয়েছে এমন প্রায় ৪০টি প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার মেট্রিক টন কাগজ নিম্নমানের বলে চিহ্নিত করে সেগুলো বাতিল করা হয়েছে। অর্থাৎ, বিপুলসংখ্যক বই আবার ছাপাতে হবে। সেসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে কত দেরি হবে, তা নিশ্চিত নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us