আসন্ন নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন শিক্ষার্থীর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) মোট ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩৯৪টি পাঠ্যবই ছাপাতে হবে। ছাপার কাজটি এনসিটিবি নিজে করে না, দরপত্র আহ্বানের মাধ্যমে প্রতিযোগিতামূলক দরে বিভিন্ন বেসরকারি মুদ্রণ প্রতিষ্ঠানকে এ কাজ দিয়ে থাকে। এ বছরও তারা সেই কাজ বিলিবণ্টন করে দিয়েছে। এখন তাদের ছাপা বই বুঝে নেওয়া বাকি।
ইতিমধ্যে ডিসেম্বর মাসের অর্ধেক পেরিয়ে গেছে। জানুয়ারির ১ তারিখের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে হবে। কিন্তু খবর বেরিয়েছে, নিম্নমানের কাগজে বই ছাপানোর কারণে ৬ লাখের বেশি বই এনসিটিবি ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। বই ছাপানোর কাজ পেয়েছে এমন প্রায় ৪০টি প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার মেট্রিক টন কাগজ নিম্নমানের বলে চিহ্নিত করে সেগুলো বাতিল করা হয়েছে। অর্থাৎ, বিপুলসংখ্যক বই আবার ছাপাতে হবে। সেসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে কত দেরি হবে, তা নিশ্চিত নয়।