ঢাকা বারে লিফট দুর্ঘটনা: ছয়জনের বিরুদ্ধে মামলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ২১:০২

ঢাকা বারে লিফট ছিঁড়ে পড়ে কয়েকজন আইনজীবী আহত হওয়ার ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে লিফট সরবরাহকারী কোম্পানি ‘লিড আর্কিটেক্স লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।

মহানগর হাকিম মামুনুর রশিদ বাদীর জবানবন্দি শুনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আসামিরা হলেন- লিড আর্কিটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী এ আর আরিফ, ফরচুন ইঞ্জিনিয়ারিংয়ের প্রোপ্রাইটর প্রকৌশলী এইচ এম আফজাল হোসেন, সিটি ইন্টার ডিউসি অ‌্যান্ড কনস্ট্রাকশনসের পার্টনার মো. আব্দুল জলিল ও মোতালেব এবং স্মার্ট পাওয়ার অ‌্যান্ড টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এমএ কবির সুমন।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন আদালতে বাদীপক্ষের শুনানি করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us