সৈকতে ভেসে আসা একটি পরিত্যক্ত নৌকা থেকে আনুমানিক ৮ কোটি ডলার মূল্যের ৬৪৯ কেজি কোকেইন উদ্ধার করেছে প্রশান্ত মহাসাগরীয় মার্শাল দ্বীপপুঞ্জের পুলিশ। এর আগে ওই এলাকায় আর কখনও এত বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, লাতিন আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগরে কয়েক মাস ভেসে থাকার পর মাদকবাহী নৌকাটি মার্শাল দ্বীপপুঞ্জে পৌঁছেছে।
ওই দ্বীপপুঞ্জের সৈকতে মাদক ভেসে আসার ঘটনা এটিই প্রথম নয়।তবে, এবারই সবচেয়ে বেশি মাদক উদ্ধারের রেকর্ড হল।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকের দুটি প্যাকেট ছাড়া বাদবাকি সবই পুড়িয়ে ফেলা হয়েছে। নমুনা হিসেবে রেখে দেওয়া দুই প্যাকেট কোকেইন পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়েছে।