শহীদ মুক্তিযোদ্ধার নামে অস্ত্রাগার, গেজেটে নেই

প্রথম আলো প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১২:৫৭

শহীদ মুক্তিযোদ্ধা দিলশাদ বিশ্বাসের নামে রাজশাহী জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগারের নামকরণ করা হয়েছে। শহীদ পুলিশ সদস্যদের জন্য যে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে, তাতেও দিলশাদ বিশ্বাসের নাম রয়েছে। মুক্তিযুদ্ধে তিনি যাঁদের প্রশিক্ষণ দিয়েছেন, তাঁরাও তাঁর অবদানের কথা বলছেন। মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা নামের বইয়ে তাঁর নাম রয়েছে। অথচ এখন পর্যন্ত দিলশাদ বিশ্বাসের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটভুক্ত হয়নি।

রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মান্নান বলেন, রাজশাহী পুলিশ লাইনসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে যে স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে, সেখানে ৯ নম্বর ক্রমিকে দিলশাদ বিশ্বাসের নাম রয়েছে। তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা। হয়তো তদবিরের ঘাটতি থাকার কারণে তাঁর নামটি গেজেটভুক্ত হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us