বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মুজিব কর্নার উদ্বোধন করে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় গুলশান-২ এ নগরভবনে ফিরছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম। বনানী ২৭ নম্বর বাড়ির সামনে হঠাৎ গাড়িবহর থামাতে বললেন তিনি।
গাড়ি থেকে দেখলেন, একদল পথশিশু শরীরে কাদামাটি মেখে এবং বাঁশের কঞ্চি দিয়ে বন্দুক বানিয়ে মুক্তিযোদ্ধা সেজেছে। বিভিন্ন দিকে বন্দুক তাক করে মিছেমিছি যুদ্ধ করছে।