মার্কিন স্টিমুলাস প্যাকেজ ঘিরে দোলাচলে বিশ্ব বাজারে এখনও অস্থির সোনার দাম (Gold Price Today)। ব্যতিক্রম নয় ভারত। বর্তমানে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে চলেছে সোনালি ধাতু। একদিন কমছে তো পরের দিন আবার বাড়ছে। এ যেন মেঘ-রোদের খেলা।
দেশের অন্যান্য প্রান্তের মতো কলকাতার বাজারেও একই ছবি দেখা যাচ্ছে। বাজার এতটাই অনিশ্চিত যে আগামী কাল কী হতে পারে, আগে থেকে তার পূর্বাভাস দিতে গিয়ে অনেক সময় হোঁচট খেতে হচ্ছে তাবড় বিশেষজ্ঞদের। সপ্তাহের প্রথম দিনে সোনার দাম কমেছিল। আরও দাম কমার আশা যাঁরা করেছিলেন তাঁদের হতাশ করবে মঙ্গলবারের পরিসংখ্যান। এদিন বাজার বন্ধ হওয়ার সময়ের দর বলছে, গতকাল সোনার দাম যতটা কমেছিল, এদিন ঠিক ততটাই বেড়েছে। তবে তার থেকে অনেক বেশি বেড়েছে রুপো।