যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। উইলিয়াম বার বলেছেন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে আগামী সপ্তাহে তিনি পদত্যাগ করবেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, গত সোমবার উইলিয়াম বার পদত্যাগের বিষয় নিয়ে কথা বলেন। বিষয়টি নিশ্চিত করে টুইটও করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজ ভোটে পরাজয় নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প এই টুইট বার্তা দেন। এদিকে নিজের পদত্যাগপত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেছেন উইলিয়াম বার।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত ৩ নভেম্বরের নির্বাচনে কারচুপি হয়েছে বলে ট্রাম্প যে দাবি তুলেছেন, তারও সমর্থক উইলিয়াম বার। এ নিয়ে আইনি লড়াইয়েও ট্রাম্পের পাশে আছেন তিনি। তবে গত কিছু দিন ধরে প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে না। দুজনের মতান্তরের বিষয়টি জনসমক্ষেও চলে আসে।