করোনাভাইরাস মহামারির কারণে সাভার জাতীয় স্মৃতিসৌধ বন্ধ ছিলো দীর্ঘ আট মাস। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতাও করোনার কারণে সরকারিভাবে স্থগিত করা হয়। তবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্বাস্থ্যবিধি মেনে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানো যাবে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
গণপূর্ত অধিদপ্তর আরও জানিয়েছে, করোনার কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবার শ্রদ্ধা জানাতে আসছেন না। তবে তাদের পক্ষে শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিবগণ। তাইতো গত প্রায় পনের দিন ধরে ধুয়ে মুছে ও বাহারি ফুলের সমারোহে সাজিয়ে প্রস্তুত করে তোলা হয়েছে সৌধ প্রাঙ্গণ।