যুক্তরাজ্যে ‘নতুন’ ধরনের করোনাভাইরাসের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।আজ সোমবার ম্যাট হ্যানককের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ‘নতুন’ ধরনের এই করোনায় ভ্যাকসিন কাজ করছে না।ম্যাট হ্যানকক হাউজ অফ কমন্সে জানান, ‘নতুন’ করোনা খুব দ্রুত ছড়াচ্ছে। দক্ষিণ ইংল্যান্ডে এতে এক হাজারেরও বেশি আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।অন্তত ৬০টি এলাকায় এসব রোগীরা আক্রান্ত হয়েছেন। গত কয়েকমাসে অন্যান্য দেশেও ভাইরাসের এই রূপের অস্তিত্ব পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।