ধানখেতের পাশের লাশটি কিশোর নয়নের, তাকে খুন করে পাখিভ্যানটি ছিনতাই
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১০:১৯
চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া ঢমপুল এলাকার ধানখেত থেকে গতকাল শনিবার উদ্ধার করা লাশটি কিশোর নয়ন আলীর (১৪)। তাকে হত্যা করে তার পাখিভ্যানটি (ব্যাটারিচালিত ভ্যান) নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নয়ন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার নৃসিংহপুর গ্রামের ফকিরপাড়ার মিঠু শাহের ছেলে। গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সদর হাসপাতালের মর্গে কিশোরের ময়নাতদন্ত শেষ হয়। তার ছবি তুলে আশপাশের থানাগুলোয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া হয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে নয়নের মামাতো ভাই রতন আলী চুয়াডাঙ্গায় গিয়ে তাকে শনাক্ত করেন। রাতেই নয়নের লাশ কুষ্টিয়ার নৃসিংহপুরে নিয়ে যান স্বজনেরা।