নির্বাচনি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মারধরের ঘটনায় মামলা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ০৬:৫৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপনির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের হামলায় কর্মরত তিন সাংবাদিক আহত, বহনকারী গাড়ি ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। হামলায় গুরতর আহত জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক বাদী হয়ে হামলায় জড়িত ২৮ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার (১২ ডিসেম্বর) ব্রাহ্মণপাড়া থানায় মামলাটি করেন।

মামলার আসামি হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরের মৃত মাজেদুলের ছেলে সাজ্জাদ হোসেন (২৭), মৃত আবদুল আজীজের ছেলে গোলাম কিবরিয়া বিল্লাল (৩৩), বাবুল মিয়ার ছেলে গাজী রনি (৩৫), মনিরুল ইসলাম সরকারের ছেলে বায়েজীদ সরকার (২৪), আবু তাহের মোল্লার ছেলে আবু কাউছার (৪০), মফিজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪০), কাহতান ভুঁইয়ার ছেলে সাইদুর রহমান সোহাগ (৪২), মৃত আবদুল লতিফের ছেলে বাদশা মিয়া (৩৫), মৃত হারুনুর রশিদের ছেলে শাহিন (৩২) এবং একই এলাকার মৃত শাহজাহান ভুঁইয়ার ছেলে এনামুল হক (৩৫)। বাকি আসামীরাও দুলালপুরের বাসিন্দা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us