You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গবন্ধুর অবমাননা: এফবিসিসিআইর ডাকে সারাদেশে প্রতিবাদ কর্মসূচী পালন

মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আহ্বানে সারাদেশে একযোগে প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন ব্যবসায়ীরা। শনিবার মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন হয়। একই সময়ে দেশের ৬৪ জেলা চেম্বারও মানববন্ধন কর্মসূচি পালন করে এবং ভিডিও কনফারেন্সর মাধ্যমে শাপলা চত্বরের সঙ্গে যুক্ত হয়। মতিঝিলের মানববন্ধনে এফবিসিসিআইছাড়াও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) পোশাক রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ), টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), গাড়ী আমদানিকারকদের সংগঠন (বারভিডা), ডেভেলপারদের সংগঠন রিহ্যাব এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রাণ গ্রুপসহ বিভিন্ন সংগঠনের নেতারা মানববন্ধনে অংশ নেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে অসম্মান করা মানে বাংলাদেশকেই অসম্মান করা। স্বাধীনতা বিরোধীরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন