দুইদিন সূর্য দেখেনি লালমনিরহাটের ৬৩ চরের মানুষ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৪:০৬

লালমনিরহাটে তীব্র আকার ধারণ করেছে শীত। হিম বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জেলার ৬৩টি চরের মানুষ। তিস্তা পাড়ের এসব চরবাসী সূর্যের দেখা পায়নি গত দুইদিনে।
শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, চারপাশ কুয়াশায় ঢাকা। বেলা বাড়লেও দেখা যায়নি সূর্য। শীতের প্রকোপে ঘর থেকেই বের হতে পারছে না মানুষ। অনেকেই নিজ বাড়ির সামনে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের তিস্তার চরের বাসিন্দা খাদেম আলী বলেন, দুইদিন ধরে শীত চরম আকার ধারণ করেছে। ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা আমাদের কাবু করে ফেলেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, সানিয়াজান নদীবেষ্টিত ইউনিয়ন। বেশিরভাগ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাঁধের উঁচু সড়কে বসবাস করে। চারপাশ খোলামেলা হওয়ায় শীত বেশি অনুভূত হয়। ঠাণ্ডার কারণে কাজে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছে চরবাসী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us