দীর্ঘদিনের জনশক্তি সংকট নিরসন করতে প্রায় তিন বছর পর জনবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী পাঁচ বছরে ১২ হাজার থেকে ১৫ হাজার জনশক্তি বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান এসব কথা জানান। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ১২ হাজার থেকে ১৫ হাজার জনশক্তি বাংলাদেশের রেলওয়েতে যুক্ত করা হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। এরই মধ্যে নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি বৈঠকও হয়েছে।