কৃষকদের হাজার হাজার একর আবাদি ও ফসলি জমি কেটে নদী খনন এবং শাসন কাজের কর্মযজ্ঞ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের হাজার হাজার কৃষক পরিবার।
বুধবার দুপুরে উপজেলার রেহাইগাবসারা চরাঞ্চলের ড্রেজিং এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। এতে অংশ নেয় চরাঞ্চলের ছাত্র, যুবক, কৃষকসহ নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। এ সময় ফসলি জমি রক্ষায় ও অপরিকল্পিত নদী খনন এবং শাসন কাজের প্রতিবাদ জানান চরাঞ্চলবাসীরা।