You have reached your daily news limit

Please log in to continue


ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৪২৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

করোনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় ৪২৫ কোটি টাকা (৫০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার এই অর্থ অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়েছে। এডিবি বলছে, চলমান ‘মাইক্রো-এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ দেবে তারা। এ ক্ষেত্রে ঋণটি চলতি ক্ষুদ্রঋণ উদ্যোগ উন্নয়ন প্রকল্পের স্কেল বাড়িয়ে দেবে। যা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ৫০ মিলিয়ন ডলার ক্রেডিট লাইন সরবরাহ করতে এডিবি অনুমোদিত। সরকারি উন্নয়ন ফাইন্যান্স এবং সক্ষমতা বৃদ্ধি সংস্থা পিকেএসএফের চলমান প্রকল্পের আওতায় ৭৭টি অংশীদার সংগঠনের মাধ্যমে ৩৯ হাজার ৫৮০টি ক্ষুদ্রঋণ উদ্যোগ রয়েছে। যা দেশের গ্রামীণ অঞ্চলে ৯১ হাজার ৪৩০ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন